নিজস্ব প্রতিবেদক : দৈনিক খবরপত্রের রাজশাহী ব্যুরো চীফ হুমায়ুন কবীরের (৫২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা শাখা। সোমবার (১ জুলাই) রাতে প্রেরিত এক শোক বার্তায় সংগঠনের পক্ষে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলার অন্যতম সদস্য মোঃ ইফতেখার আলম বিশাল ও আবু কাউশার মাখন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এর আগে বুকে ব্যাথা অনুভত হওয়ায় সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাংবাদিক হুমায়ুন কবীর মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। হুমায়ুন কবীর নগরীর রানীনগর এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ছেলে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর নগরীর টিকপাড়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ আদায় শেষে তাঁকে দাফন করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম ০৭ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.