রাবি প্রতিনিধি : নানা অয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এর মধ্য দিয়ে ৬৭ বছরে পা রাখলো বিশ্ববিদ্যালয়টি।
শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে রাবি উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, মানুষ হোক বা কোনো প্রতিষ্ঠানের হোক প্রতিটা জন্মদিন আনন্দের। রাজশাহী বিশ্ববিদ্যালয় তার গৌরবের ৬৬ বছরে পদার্পণ করেছে। আমরা আজ আনন্দিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। গতবছরের সকল ব্যর্থতা-সফলতার মধ্য দিয়ে আবার নতুন করে আগামী দিনের পথ চলতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।
১৯৫৩ খ্রিষ্টাব্দের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩’ পাস হয়। পরবর্তীকালে সে বছরের ৬ জুলাই ১৫৩ জন শিক্ষার্থীকে নিয়ে দেশের অন্যতম এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৩৫ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
মতিহার বার্তা ডট কম-০৬ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.