রাজশাহী সীমান্তে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজশাহী সীমান্তে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্তে বিপুল সংখ্যক ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সচিনতলা এলাকার পদ্মার চর থেকে থেকে ৫০২ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ ও সঙ্গীয় ফোর্স।

বিজিবি জানায় , রাতে চারঘাট সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পদ্মার চরে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে ওই তিন বস্তায় ৫০২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে মাদক চোরাককারবারীদের আটকক বা সনাক্ত করতে পারেনি টহল দল। জব্দকৃত ফেনসিডিল প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে তা জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানায় বিজিবি।

মতিহার বার্তা ডট কম – ১১   আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply