রামেক হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা

রামেক হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন যে পরিমান রোগী ভর্তি হচ্ছে তার থেকে বেশি পরিমান রোগী ফিরে যাচ্ছে বাড়ি। গত সোমবার ৬ জন রোগী বাড়ি ফিরেছেন ।

এর আগে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২ জন। আর বাড়ি ফিরে গেছে ৬ জন। এদিন রামেকে মোট রোগীর সংখ্যা দাড়ায় ৬শত ৯৭ জন এর মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬ শত ৮৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এবার রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩ জন। রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ফলে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার কমছে। তিনি আরো বলেন, মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতার কারণে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বলেও জানান তিনি।

 মতিহার বার্তা ডট কম – ১৭ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply