দুর্নীতি মুক্ত সমাজ গড়তে পরিবার থেকে সততা চর্চা জরুরী” নিজামুল আজিম

দুর্নীতি মুক্ত সমাজ গড়তে পরিবার থেকে সততা চর্চা জরুরী” নিজামুল আজিম

সংবাদ বিজ্ঞপ্তি: দুর্নীতি মুক্ত এক সমাজ গড়তে পরিবার থেকে সততা চর্চা জরুরী। শিশুরা অনুকরণ প্রিয়। তারা যেটা দেখে সেটাই চর্চা করে।

পরিবার এবং স্কুলে যদি নৈতিক শিক্ষা দেয়া যায় তবে তারা কখনো অসৎ হবে না। এই দেশকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে অবশ্যই শিশুদের সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

নগরীর সূর্যকনা স্কুলে সততা স্টোর উদ্বোধন কালে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার স্কুল চত্বরে এই স্টোরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক মোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক নাসির উদ্দিন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী সমন্বিত জেলার উপপরিচালক জাহাঙ্গির আলম, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রফেসর তানবিরুল আলম, সাধারণ সম্পাদক রাশেদ ইবনে ওবায়েদ এবং সদস্য তৌহিদ আরা।

অনুষ্ঠানে সভাপিতত্ব করেন স্কুল ম্যনেজমেন্ট কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম।

মতিহার বার্তা ডট কম: ২৪  সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply