রাজশাহীর টাংগনে ফেনসিডিল ফেলে পালালো লুৎফর, উদ্ধার করলো পুলিশ

রাজশাহীর টাংগনে ফেনসিডিল ফেলে পালালো লুৎফর, উদ্ধার করলো পুলিশ

রাজশাহীর টাংগনে ফেনসিডিল ফেলে পালালো লুৎফর, উদ্ধার করলো পুলিশ
রাজশাহীর টাংগনে ফেনসিডিল ফেলে পালালো লুৎফর, উদ্ধার করলো পুলিশ

এসএম বিশাল: রাজশাহীর উপকন্ঠ টাংগন এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় লুৎফর ( ৫৫) নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

আজ রবিবার সাড়ে ৮ টার দিকে চারঘাট থানাধীন টাংগন পুর্ব পাড়া এলাকার একটি আম বাগান থেকে ফেনসিডিলগুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় চারঘাট থানার এএসআই মোঃ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লুৎফর রহমান এক স্থান থেকে আরেক স্থানে ফেনসিডিল নিয়ে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালিয়ে যায় লুৎফর। পলাতক মাদক ব্যবসায়ী লুৎফর টাংগন পুর্ব পাড়া এলাকার মৃত বিচ্ছাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, লুৎফর একজন বিখ্যাত মাদক ডিলার, অত্র এলাকায় বিভিন্ন স্পটে ফেনসিডিল পায়কারী দিয়ে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শমিত কুমার কুন্ড বলেন, তদন্তের সার্থে এ মুহুর্তে কিছু বলা যাবেনা। তবে ২৮ বোতল ফেনসিডিল জব্দর কথা নিশ্চিত করেছে তিনি।

রাজশাহীর সময় ডট কম১০  নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply