করোনা আতঙ্ক : ক্রিষ্টিয়ানো রোনালদো

করোনা আতঙ্ক : ক্রিষ্টিয়ানো রোনালদো

করোনা আতঙ্ক : ক্রিষ্টিয়ানো রোনালদো
করোনা আতঙ্ক : ক্রিষ্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ইতালিতে সব ধরনের খেলার ইভেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে করোনায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। জুভেন্তাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির শরীরেও বাসা বেঁধেছে করোনা ভাইরাস। যার কারণে শুধু রুগানিই নন, তার সঙ্গে সপ্তাহখানেক যারা ছিলেন তাদেরও থাকতে হবে আইসোলেশনে।

সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোও আছেন এর মধ্যে। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, পর্তুগালের মাদেইরাতে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন সিআরসেভেন।

এদিকে চলতি মাসের শুরুতে রোনালদোর মা দোলোরেস আভেইরো স্ট্রোক করলে তাকে দেখতে দেশে ফেরেন তিনি। কয়েক দিন পর তুরিনে ইতালিয়ান ডার্বি খেলতে ক্লাবে যোগ দেন। রবিবার (৮ মার্চ) রুদ্ধদ্বার তুরিন স্টেডিয়ামে ইন্টার মিলানের বিপক্ষে খেলেন তিনি। আর ওই ম্যাচেই বেঞ্চে ছিলেন রুগানি। মিরালেম পিজানিচের ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে ড্রেসিংরুমে রোনালদোদের সঙ্গে রুগানিকে উদযাপন করতে দেখা গেছে।

ম্যাচ শেষেই দেশে ফিরে যান রোনালদো। এরপরই জানতে পারলেন তার এক সতীর্থ করোনা ভাইরাসে আক্রান্ত। স্বাস্থ্যবিধি অনুযায়ী, রুগানির সঙ্গে থাকা প্রত্যেককে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। রোনালদোকেও ইতালিতে না ফিরে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পর্তুগালের দুই পত্রিকা কুয়োতিদিয়ানো স্পোর্তিভো ও আবোলা’র ফ্রন্ট পেজের শিরোনাম ছিল- ‘কোয়ারেন্টাইনে রোনালদো’।

অন্তত ৩ এপ্রিল পর্যন্ত ইতালি সব ধরনের খেলা বন্ধ করে দিয়েছে। তবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিওঁর বিপক্ষে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু রুগানির সঙ্গে থাকা প্রত্যেকে আইসোলেশনে গেলে ম্যাচটি স্থগিতের বিকল্প নেই উয়েফার সামনে।

মতিহার বার্তা ডট কম –১২ মার্চ , ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply