সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

মতিহার বার্তা ডেস্ক: সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজন মো. বজলুর রশিদের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন ঢাকার সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি বজলুর রশীদ স্বনামে/বেনামে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মো. বজলুর রশিদের বিরুদ্ধে মামলাটি করেন। দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। ওইদিনই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে।

মতিহার বার্তা ডট কম- ২৬-০৮-২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply