রূপচাঁদার নামে পিরানহা বিক্রি, মাছ তাজা দেখাতে রং

রূপচাঁদার নামে পিরানহা বিক্রি, মাছ তাজা দেখাতে রং

রূপচাঁদার নামে পিরানহা বিক্রি, মাছ তাজা দেখাতে রং

মতিহার বার্তা ডেস্ক: রাজধানীর কারওয়ানবাজার মাছের আড়তে রূপচাঁদা মাছের নামে পিরানহা বিক্রির প্রমাণ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এমনকী বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাগুর মাছও।

এছাড়া অন্য মাছ তাজা দেখাতে ব্যবহার করা হচ্ছে শিল্প কারখানায় ব্যবহৃত ক্ষতিকর রং।
এসব অপরাধে কারওয়ান বাজারের পাঁচজন মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সারওয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে মাছের আড়তে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে ব্যবসায়ীরা। তারা রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছিল। এমনকী আফ্রিকার মাগুর মাছও বিক্রি হচ্ছিল উচ্চমূল্যে। আইনত পিরানহা মাছ ও আফ্রিকান মাগুর এদেশে আমদানি, বেচাকেনা নিষিদ্ধ।

নিষিদ্ধ মাছ বিক্রি এবং মাছে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে পাঁচজন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম: ১১ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply