রাজশাহী বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৬

রাজশাহী বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৬

covid-19 coronavirus background with microscopic red virus

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিভাগের বগুড়া জেলায় মারা যান তারা। এ দিন বিভাগে নতুন ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ২৮১ জনে দাঁড়াল। এর মধ্যে সর্বোচ্চ ১৭০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

গতকাল শুক্রবার শনাক্ত হওয়া ৭৬ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ১৩ জন, নাটোরে ১৮ জন এবং সিরাজগঞ্জে ১১ জন শনাক্ত হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮২৪ জন।

এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ১২৯ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৭৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৮ জন, নওগাঁয় এক হাজার ২১৭ জন, নাটোরে ৯২৪ জন, জয়পুরহাটে এক হাজার ১১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৩ জন এবং পাবনায় এক হাজার ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ৩৯ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, বগুড়ার ১১ জন, সিরাজগঞ্জের দুইজন এবং পাবনার আটজন করোনা জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন।

এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৫৯২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ৮৬ জন, নাটোরের ৭১৭ জন, জয়পুরহাটের ২৩০ জন, বগুড়ার ৬ হাজার ৮২ জন, সিরাজগঞ্জের এক হাজার ৪০৮ জন এবং পাবনার ৯৪১ জন করোনামুক্ত হয়েছেন।

মতিহার বার্তা ডট কম: ১২ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply