রাজশাহীর মোহনপুরে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-১

রাজশাহীর মোহনপুরে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-১

রাজশাহীর মোহনপুরে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-১
রাজশাহীর মোহনপুরে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-১

মোঃ ফায়সাল হোসেন: রাজশাহীর মোহনপুরে ফারুক হোসেন নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। এসময় তার কাছে থাকা ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

ছিনতাইকারী ফারুক ধুরইল পাঠানপাড়া এলাকার ডাব বিক্রেতা ইয়ানুসের ছেলে। আজ (৩০ অক্টোবর) শুক্রবার বেলা ১২ টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও থানা পুলিশসুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদ পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই আবুবাক্কার ও এএসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তানোর থানাধীন সরণজাই বাজার থেকে ছিনতাই হওয়া ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ ফারুককে আটক করেন।

এর আগে বাইকের মালিক রেহেনা বিবির ছেলে আঃ হাকিম গত (২০ অক্টোবর) সকাল ১০ টার দিকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে  মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মাঝখানে বিলের মধ্যে ফাঁকা সড়কের উপর পৌছামাত্র ছিনতাইকারী ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন পথরোধ করে রাজুর বুকে ধারলো চাকু ঠেকিয়ে মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়।

পরে ওইদিন রাজশাহী কোর্টে মামলা করেন রেহেনা বিবির ছেলে আঃ হাকিম। বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ও মোটরসাইকেলটি উদ্ধার করতে মোহনপুর থানা পুলিশকে আদেশ দেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে তানোর উপজেলার সরনজাই বাজার থেকে ফারুক হোসেনকে ছিনতাইকৃত মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মতিহার বার্তা ডট কম: ৩০ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply