তানোরে গির্জায় কিশোরী ধর্ষণ: আসামি ফাদারের জামিন নামঞ্জুর

তানোরে গির্জায় কিশোরী ধর্ষণ: আসামি ফাদারের জামিন নামঞ্জুর

তানোরে গির্জায় কিশোরী ধর্ষণ: আসামি ফাদারের জামিন নামঞ্জুর
তানোরে গির্জায় কিশোরী ধর্ষণ: আসামি ফাদারের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা মাহালীপাড়া এলাকার সাধুজান মেরী ভিয়ান্নী গির্জায় কিশোরীকে আটকে রেখে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ফাদার প্রদীপ গ্রেগরীর (৪০) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিন আবেদন জানানো হলে তা নামঞ্জুর করেন দায়রা জজ মীর শফিকুল আলম।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামি পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এসময় জামিনের বিরোধীতা করেন পিপি ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পিপি রেজাউল ইসলাম, বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, ব্লাস্টের রাজশাহী ইউনিট সমন্বয়কারী অ্যাড. সামিনা বেগম শিরি, মানবাধিকার কর্মী অ্যাড. মোমিনুল ইসলাম বাবু, অ্যাড. আঞ্জুমান আরা লিপিসহ ২০ জনের মত আইনজীবী। আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।

আসামির বিরুদ্ধে তিন দিন এক কিশোরীকে (১৫) আটকে রেখে ধর্ষণের অভিযোগে কিশোরীর ভাই বাদি হয়ে ২৯/৯/২০২০ তারিখ তানোর থানায় মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, নির্যাতনের শিকার আদিবাসী খ্রিষ্টান সম্প্রদায়ের ওই কিশোরী ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে বাড়ির পাশে ওই গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাদি জানতে পারেন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তার বোনকে আসামি গ্রেগরী তার ঘরে আটকিয়ে রেখে জোরপূবর্ক ধর্ষণ করে।

পরে কিশোরীর পরিবারের সদস্য এবং এলাকার লোকজন ওই কিশোরীকে উদ্ধার করেন। মামলার পর ফাদার প্রদীপ গ্রেগরীকে গ্রেপ্তার করা হয়।

মতিহার বার্তা ডট কম নভেম্বর, ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply