রাজশাহীতে কমেছে সবজির দর, বেড়েছে পেঁয়াজ ও মাছের

রাজশাহীতে কমেছে সবজির দর, বেড়েছে পেঁয়াজ ও মাছের

রাজশাহীতে কমেছে সবজির দর, বেড়েছে পেঁয়াজ ও মাছের
রাজশাহীতে কমেছে সবজির দর, বেড়েছে পেঁয়াজ ও মাছের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাজারে গত তিন দিন থেকে পেঁয়াজের দাম ছিলো প্রতি কেজি ৪৫ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) খুচরা বাজারে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। অন্যদিকে মাছের বাজারে দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা। আর বাজারে প্রচুর শীতের সবজি আসায় সবজির দাম কিছুটা কমেছে।

শিম, ফুলকপি ও বাঁধাকপির আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে সবজির। গত সপ্তাহের চেয়ে সবজির দাম কেজিপ্রতি কমেছে ১০ থেকে ১৫ টাকা। ২০ থেকে ৬০ টাকা কেজি দরে মিলছে সকল প্রকার সবজি। অন্যদিকে মুরগির ও ডিমের বাজারেও দাম কমেছে। মুরগি খুচরা বাজারে কেজি প্রতি ১০ টাকা ও ডিম হালি প্রতি ৪ টাকা কমেছে। স্থিতিশীল রযেছে, মাংস, চাল ও মুদি সামগ্রীর দাম।

শুক্রবার (২০ নভেম্বর) রাজশাহীর সাহেব বাজার, মাষ্টার পাড়া ও সাগর পাড়ার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কাঁচা মসলার বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, রসুন ১০০ থেকে ১১০ টাকা, আদা ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারে পটল ৪০ টাকা, ঢেঁড়স ৫৫ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, টমেটো ১০০ থেকে ১৩০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৫৫ টাকা, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। গাজর ১০০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কলা প্রতি হালি ২০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, মুলা কেজি প্রতি ২০ টাকা, জলপাই ৪০ টাকা, ধনে পাতা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি আঁটি লাল শাক, পুঁই, পালং ও সরিষা শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়।

মতিহার বার্তা ডট কম: ২০ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply