নিরাপত্তাকর্মীকে কামড়ে হোয়াইট হাউস ছাড়ল ‘মেজর জার্মান শেফার্ড’

নিরাপত্তাকর্মীকে কামড়ে হোয়াইট হাউস ছাড়ল ‘মেজর জার্মান শেফার্ড’

নিরাপত্তাকর্মীকে কামড়ে হোয়াইট হাউস ছাড়ল ‘মেজর জার্মান শেফার্ড’
নিরাপত্তাকর্মীকে কামড়ে হোয়াইট হাউস ছাড়ল ‘মেজর জার্মান শেফার্ড’

অনলাইন ডেস্ক: হোয়াইট হাউস থেকে জার্মান শেফার্ড প্রজাতির দুটি কুকুরকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়ারে তার পারিবারিক বাসায় পাঠিয়ে দিয়েছেন। দুটি কুকুরের মধ্যে ‘মেজর’ নামে কুকুরটি হোয়াইট হাউসের এক নিরাপত্তাকর্মীকে কামড় দেয়। এরপরই এই সিদ্ধান্ত নেন বাইডেন।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে কুকুর দুটিকে পাঠিয়ে দেওয়া হয়। তবে ভিকটিমের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়নি।

সিএনন মন্তব্যের জন্য হোয়াইট হাউসে যোগাযোগ করেছে, তবে সেখান থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

২০১৮ সালে নভেম্বরে একটি পশু আশ্রয় কেন্দ্র থেকে মেজরকে বাড়িতে আনেন বাইডেন। তখন মেজরের বয়স ছিল তিন বছর।

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, তার আচরণে আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছিল। হোয়াইট হাউসের স্টাফ ও নিরাপত্তা কর্মীদের দেখলে মেজর লাফালাফি, ঘেউঘেউ ও আক্রমণাত্বক আচরণ করত।

উদ্ধারকারী কুকুর হিসেবে হোয়াইট হাউসে প্রথম থাকার সুযোগ পায় মেজর। জানুয়ারিতে অভিষেকের পর বাইডেনের সঙ্গে সেও ডেলাওয়ার থেকে চলে আসে। বাইডেনের পূর্বসুরী ডোনাল্ড ট্রাম্পের কোনো পোষা প্রাণী ছিল না।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply