রাজশাহীতে করোনায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

রাজশাহীতে করোনায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

রাজশাহীতে করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যু
রাজশাহীতে করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে; যা তিন মাস ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬৭৪ জন। শনাক্তের হার ১৪.৯০ শতাংশ। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ৪০ জনের মৃত্যু হয়।

শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন হয়েছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। প্রথম শনাক্তের এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply