করোনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএমের মৃত্যু

করোনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএমের মৃত্যু

করোনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএমের মৃত্যু
করোনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭)।

শনিবার (৩ এপ্রিল) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মারা যাওয়া শামীমা ফেরদৌস শিমুল রাকাবের মনিটরিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ছিলেন।

এজিএম শামীমার অবস্থার অবনতি হলে তাকে গত ২৯ মার্চ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল জানান, শামীমা ফেরদৌস শিমুল রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। সর্বশেষ ২৬ মার্চ বিকেলে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তিনি আর অফিস যেতে পারেননি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply