সেবা বাড়ানোর প্রত্যয়ে পুঠিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

সেবা বাড়ানোর প্রত্যয়ে পুঠিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

সেবা বাড়ানোর প্রত্যয়ে পুঠিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
সেবা বাড়ানোর প্রত্যয়ে পুঠিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

পুঠিয়া প্রতিনিধি : “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২১। ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষে উপজেলা ভূমি অফিস, পুঠিয়া গ্রহণ করেছে নানাবিধ কর্মসূচি। এর মাঝে রয়েছে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সেবা বুথ স্থাপন, সকল ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং ডিজিটাইজেশন কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, ভিটি ও ভিপি নবায়নসহ সংশ্লিষ্ট সেবা কার্যক্রম।

গতকাল রবিবার (৬ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস চত্বরে রাজশাহীর জেলা প্রশাসক মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের ভার্চুয়েলী উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর। এসময় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ বলেন, সেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ করা হবে। তাই জনসাধারণকে স্বতস্ফুর্তভাবে এই সেবা গ্রহণের জন্য আহবান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ জানান, ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের নিমিত্তে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply