রামেক হাসপাতালে করোনায় আরও ১২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনায় আরও ১২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৫০ শতাংশই গ্রাম থেকে আসছেন
রামেক হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৫০ শতাংশই গ্রাম থেকে আসছেন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, মৃত ১২ জনের মধ্যে ছয়জন রোগী করোনা পজিটিভ আর পাঁচজন করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। অন্য একজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও তিনিও শ্বাসকষ্টে করোনা ইউনিটে তার মৃত্যু হয়েছে।

করোনা পজিটিভ ছয়জনের মধ্যে রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে রোগী ছিলেন। উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে নাটোরের একজন এবং রাজশাহী ও নওগাঁর দুইজন করে রোগী ছিলেন। করোনা নেগেটিভ অবস্থায় মারা যাওয়া অন্য একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি ছিলেন ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৩০৯টি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply