রাবিতে ভিসির বাসার সামনে রাত কাটালেন ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা

রাবিতে ভিসির বাসার সামনে রাত কাটালেন ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা

রাবিতে ভিসির বাসার সামনে রাত কাটালেন ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা
রাবিতে ভিসির বাসার সামনে রাত কাটালেন ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা চাকরিতে যোগদানের দাবিতে আবারো উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন।

সাবেক উপাচার্যের শেষ কর্মদিবসে নিয়োগপ্রাপ্তরা এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ঠেকাতে একই জায়গায় অবস্থান নিয়েছিলেন। পরে রুটিন উপাচার্য আনন্দ কুমার সাহা বাধার মুখে সিন্ডিকেট সভা স্থগিত করার ঘোষণা দিলে নতুন নিয়োগপ্রাপ্তরা ওই স্থান ছেড়ে চলে যান। তবে রাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে পুনরায় সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেন এবং রাত ১১টা থেকে সেখানে অবস্থান নেন।

আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের চাকরিতে যোগদান করতে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ ছাড়া তাদের নিয়োগ ‘অবৈধ’ বলেও দাবি করেন তারা।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply