বিশ্ববিদ্যালয়ের বাসেই বাড়ি ফিরছেন রাবির ৫৫০ জন শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের বাসেই বাড়ি ফিরছেন রাবির ৫৫০ জন শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের বাসেই বাড়ি ফিরছেন রাবির ৫৫০ জন শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের বাসেই বাড়ি ফিরছেন রাবির ৫৫০ জন শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয়ের বাসে প্রথমদিনেই বাড়ি যাচ্ছেন আটকে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৫০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে ১১টি বাস ক্যাম্পাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাওয়ার সু্যোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে বাড়ি ফেরার সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোকছিদুল হক বলেন, প্রথমদিনে বগুড়ার দিকে দুইটি, পলাশবাড়ীতে তিনটি, নওগাঁতে একটি ও রংপুরের উদ্দেশে পাঁচটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে। এছাড়া আগামী ১৬ জুলাই ঢাকা ও ১৭ জুলাই খুলনার উদ্দেশে বাস ছেড়ে যাবে।

এর আগে গত ১৩ জুলাই বিধিনিষেধে রাজশাহীতে আটকা পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সীমিত রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন। সিদ্ধান্ত অনুসারে, ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত রংপুর, ঢাকা ও খুলনা রুটে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর এ ব্যবস্থা চালু রাখবে প্রশাসন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply