রাজশাহীতে ফেন্সিডিল পাচার; চোরাকারবারী গ্রেফতার

রাজশাহীতে ফেন্সিডিল পাচার; চোরাকারবারী গ্রেফতার

রাজশাহীতে ফেন্সিডিল পাচার; চোরাকারবারী গ্রেফতার
রাজশাহীতে ফেন্সিডিল পাচার; চোরাকারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৬০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আকরাম হোসেন (৩৯) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলপুকুর থানা পুলিশ।

 এসময় ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ১৫০ সিসি এ্যাপাচি  মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জয়পুর উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহী বেলপুকুর থানার বড় ধাদাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান।

তিনি জানান, একজন চোরাকারবারী মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ভারতীয় ফেন্সিডিল নিয়ে জয়পুর উত্তরপাড়া হয়ে ডিসির মোড়ের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানা পুলিশের একটি টিম জয়পুর উত্তরপাড়ায় অবস্থান নেয়।

পরে মোটরসাইকেলটি আসতে দেখলে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় তার মোটরসাইকেল তল্লাশী করে ট্যাংকির ভিতর থাকা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply