ব্যাটসম্যানদের হটকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস

ব্যাটসম্যানদের হটকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস

ক্রীড়া ডেক্স : গোলাপি শহরে ম্লান হল রয়্যালস! জয়ের কাছাকাছি পৌঁছেও ব্যাটসম্যানদের হটকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস৷ রুদ্ধ্বশ্বাস ম্যাচ জিতে দ্বাদশ আইপিএলে অভিযান শুরু করল কিংস ইলেভেন পঞ্জাব৷ অর্থাৎ রয়্যালসের ডেয়ার প্রথমবার ‘হাল্লা বোল’ থামাল প্রীজি জিন্টার দল৷

রাজস্থান রয়্যালসক ১৪ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল কিংস ইলেভেন৷ ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৭০ রানে শেষ করে রয়্যালস৷ অজিঙ্ক রাহানে ও জোস বাটলারের দুরন্ত শুরুর পর জয়ের রাস্তা মসৃণ হয়েছিল রাজস্থানের৷ কিন্তু মিডল-অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কিংস ইলেভেনকে ম্যাচ উপহার দিল রয়্যালস ব্যাটসম্যানরা৷ ম্যাচের সেরা ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলা ক্রিস গেইল৷

তিন উইকেটে ১৪৮ রান থেকে ১৭০ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসল রাজস্থান৷ মাত্র ২২ রানে শেষ সাত উইকেট হারায় রাহানে অ্যান্ড কোং৷ সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের স্বাদ পেল কিংস ইলেভেন৷ ক্রিস গেইলের পর গোলাপি শহরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জোস বাটলার৷ ৪৩ বলে ২টি ছক্কা ও ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি৷

তবে বাটলারের রান-আউট বিতর্কের জন্ম দিলেও ম্যাচ জিতে বাজিমাত করলেন কিংস ইলেভেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন৷ ডেলিভারির সময় ক্রিজ ছেড়ে বেডিয়ে যাওয়ায় বাটলারকে রান-করেন অশ্বিন৷ তবে তার পরও ম্যাচের রাশ ছিল রয়্যালসদের হাতে৷ কিন্তু ব্যাটসম্যান হঠকারিতায় ম্যাচ হেরে বসে রাজস্থান৷ রয়্যালস ইনিংসের শেষ সাত ব্যাটসম্যানের কেউ দু’ অংকের রানে পৌঁছতে পারেননি৷ ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সঞ্জু স্যামসনের ৩০ রান৷ আর এক বছরের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরে ১৬ বলে ২০ রান করেন স্টিভ স্মিথ৷ দুরন্ত ক্যাচ ধরে স্মিথকে ডাগ-আউটে ফেরান লোকেশ রাহুল৷

এর আগে গেইলের দায়িত্বশীল ইনিংস কিংস ইলেভেনকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়৷ গেইল ছাড়া ময়াঙ্ক আগরওয়াল ২২ এবং সরফরাজ খান ২৯ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ তবে দ্বাদশ আইপিএলের প্রথম ম্যাচেই গেইল শো দেখে পিঙ্ক সিটি৷ ৪৭ বলের ইনিংসে চার ছক্কা ও আটটি বাউন্ডারি মারেন গেইল৷ আর ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে কিংসদের ১৮৪ রানে পৌঁছে দেন সরফরাজ৷

এদিন ইনিংসের শুরুতেই মাইলস্টোনে পৌঁছন বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনার৷ ব্যক্তিগত ৬ রান করে আইপিএলে ৪ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন গেইল৷ সেই সঙ্গে দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে ৪ হাজার রানের গণ্ডি টপকে যান তিনি৷ তবে ডেভিড ওয়ার্নারকে টপকে দ্রুততম এই মাইলস্টোন টপকে গেলেন গেইল৷

১১৪টি ইনিংস খেলে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন ওয়ার্নার৷ কিন্তু ১১২তম ইনিংসে ৪ হাজার রান করে ওয়ার্নারকে টপকে যান গেইল৷ শুধু তাই নয়, ওয়ার্নারের পর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে এই ৪ হাজার রানের গণ্ডি টপকালেন গেইল৷ তবে আইপিএল নবম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন ক্যারবিয়ান ব্যাটসম্যান৷

মতিহার বার্তা ডট কম  ২৫ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply