হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও এক কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও এক কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও এক কৃষকের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও এক কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে পৃথক স্থানে এ প্রাণহানির ঘটনা ঘটে।

মৃতরা হলো- বানিয়াচং উপজেলা সদরের তিন নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লার বাসিন্দা আক্কেল আলীর ছেলে হোসাইন আহমেদ (১২), একই মহল্লার আব্দুর রহমানের মেয়ে রুমা আক্তার (১২) ও খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬)।

স্থানীয়রা জানান, রুমা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সকাল ৭টার দিকে সে বাড়ির পাশের মাঠে লাকড়ি শুকাচ্ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রুমার মৃত্যু হয়।

অন্যদিকে সকালে বানিয়াচং উপজেলার এড়ালিয়া গ্রামে হোসাইন আহমদ ও আলমগীর মিয়া নিজেদের এলাকার হাওরে কৃষি কাজ করছিলেন। পৃথক স্থানে দু’জন বজ্রপাতে আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply