র‍্যাব জনগণের কাছে ভালোবাসার প্রতীক : মহাপরিচালক

র‍্যাব জনগণের কাছে ভালোবাসার প্রতীক : মহাপরিচালক

র‍্যাব জনগণের কাছে ভালোবাসার প্রতীক : মহাপরিচালক
র‍্যাব জনগণের কাছে ভালোবাসার প্রতীক : মহাপরিচালক

অনলাইন ডেস্ক: তিনি বলেন, র‌্যাব দেশের সাধারণ জনগণের কাছে ভালোবাসা, আস্থা ও নিরাপত্তার প্রতীক। অন্যদিক সন্ত্রাস, জঙ্গি, মাদক কারবারিদের কাছে আতঙ্কের প্রতীকবলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ ও চৌকিঘাট এলাকায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে র‍্যাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে হয়তো রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে। সেই সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদের তৎপরতা আরো বৃদ্ধি পেতে পারে। এসব সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার জন্য র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা প্রস্তুত।

এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাবের পরিচালক (অপারেশন উইং) লে. কর্নেল মো. জিয়াউর রহমান, র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর, ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply