রাবির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় ময়মনসিংহ জেলা সমিতি

রাবির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় ময়মনসিংহ জেলা সমিতি

রাবির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় ময়মনসিংহ জেলা সমিতি
রাবির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় ময়মনসিংহ জেলা সমিতি

আল্-মারুফ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে তিনদিন ব্যাপি তথ্য সহায়তা, আবাসন ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তায় ময়মনসিংহ থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছিল বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা সমিতি।

উক্ত ব্যবস্থাপনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

এ নিয়ে ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম আকন্দ বলেন, আমাদের জেলা সমিতির সকল সদস্যের সহযোগিতায় এবং নিরলস প্রচেষ্টায় আমরা ভর্তি পরীক্ষা পরীক্ষার্থী এবং অভিভাবকদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করেছি। আমাদের জেলা সমিতি প্রত্যেকবারের ন্যায় এবারেরও ভর্তিচ্ছু পরীক্ষার্থী এবং অভিভাবকদের সাহায্যে কাজ করেছে। আমাদের এই কাজ করার পেছনে সার্বিক সহযোগিতা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ২৯, ৩০ ও ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply