নাটোরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যুবদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যুবদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যুবদল নেতাকে কুপিয়ে জখম
নাটোরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যুবদল নেতাকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে যুবদল নেতা মো. মাসুদ রানাকে মাইক্রোবাসে তুলে নিয়ে কুপিয়ে একটি খাদে ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার গোপালপুর মহিলা কলেজের পাশ থেকে হাত-পা বাঁধা ও জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মাসুদ রানা বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগসোশা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে সাত-আটজন যুবক মাসুদ রানাকে উঠিয়ে নিয়ে যায়।

তারা মাসুদ রানাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। রাত সাড়ে ১১টার দিকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় গোপালপুর মহিলা কলেজের সামনের খাদে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে খাদ থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘আহত ব্যক্তির ডান হাতে জখম ও পায়ে ধারালো অস্ত্রের ছয়টি আঘাত রয়েছে। তার হাঁটুর নিচে রডের আঘাতে ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবু সাদাৎ বলেন, ‘বিষয়টির সঙ্গে ডিবি পুলিশ কোনোভাবেই জড়িত নেই। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply