বিনোদন ডেস্ক : ‘ফিটনেস ফ্রিক’ বলে পরিচিতি আছে শিল্পা শেঠির। যত ঝামেলাই থাকুক ফিটনেস ধরে রাখতে ডায়েট আর ব্যায়াম নিয়ে কখনো আপস করেন না। ফিটনেস নিয়ে প্রচলিত নানা ভুল ধারণার বিরুদ্ধেও সব সময় সোচ্চার তিনি।
তাই একটি রোগা হওয়ার ওষুধের বিজ্ঞাপন ফিরিয়ে দিলেন অভিনেত্রী। বিজ্ঞাপনটির জন্য শিল্পা শেঠিকে ১০ কোটি রুপির [প্রায় ১২ কোটি টাকা] প্রস্তাব দিয়েছিল একটি আয়ুর্বেদিক কম্পানি! ‘যে জিনিস বিশ্বাস করি না, সেটার বিজ্ঞাপন করতে পারব না।
কম সময়ে রোগা হওয়ার জন্য স্লিমিং পিল আকর্ষণীয় হতে পারে। কিন্তু আমি মনে করি, শরীর সুস্থ রাখতে সুষম ডায়েট আর সঠিক রুটিন মেনে চলার চেয়ে ভালো কিছু হতে পারে না,’ বলেন তিনি। শিল্পা মনে করেন সঠিক নিয়ম মেনে কোনো ওষুধ ছাড়াই দ্রুত ওজন কমানো সম্ভব। সন্তান জন্মদানের পর মাত্র তিন মাসে ২১ কেজি ওজন ঝরিয়ে অভিনেত্রী সেটা করেও দেখিয়েছেন।
মতিহার বার্তা ডট কম – ১৯ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.