রাজশাহীতে উর্ধমুখী বাজারদর, মাথায় হাত আম জনতার

রাজশাহীতে উর্ধমুখী বাজারদর, মাথায় হাত আম জনতার

রাজশাহীতে উর্ধমুখী বাজারদর, মাথায় হাত আম জনতার
রাজশাহীতে উর্ধমুখী বাজারদর, মাথায় হাত আম জনতার

এসএম বিশাল: এক মাস ধরেই রাজশাহীতে সবজির বাজার অস্থিতিশীল। বারবার ওঠানামা করছে দাম। সবজি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস উঠলে আপাতত দাম কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং লাফিয়ে বাড়ছে সবজির দাম।

শনিবার রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজির দামই চড়া। মাত্র দুই একদিনের ব্যবধানেই কোন কোন সবজির দাম কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বারবার সবজির দাম এভাবে বেড়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করছেন ক্রেতারা।

রাজশাহী নগরীর খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি, লাল আলু ৩৮-৪০ টাকা,  পেঁয়াজ ৮০ টাকা প্রতি কেজি, আদা ১২০ টাকা প্রতি কেজি, কুমড়ো ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ১০০ টাকা কেজি।

পটল – ৫০-৮০ টাকা কেজি, ঢেঁড়স – ৫০-৭০ টাকা প্রতি কেজি বেগুন – ৫০-৬০ টাকা, টমেটো ১০০-৮০ টাকা প্রতি কেজি, মরিচ ১৫০-২০০ টাকা, গাজর ৮০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা বাজারে।

মাছ: প্রতিকেজি রুই ৩০০ টাকা। কাতল ৩৫০ টাকা,  বাটা-১৮০টাকা, ভেটকি ৩৫০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, বাগদা ৮০০-১০০০ টাকা।

মতিহার বার্তা ডট কম: ০৮ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply