বাঘায় আত্বহত‌্যা করে চীরত‌রে ব‌্যাথামুক্ত হ‌লেন যুবক!

বাঘায় আত্বহত‌্যা করে চীরত‌রে ব‌্যাথামুক্ত হ‌লেন যুবক!

বাঘায় আত্বহত‌্যা করে চীরত‌রে ব‌্যাথামুক্ত হ‌লেন যুবক!
বাঘায় আত্বহত‌্যা করে চীরত‌রে ব‌্যাথামুক্ত হ‌লেন যুবক!

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মাথা ব‌্যাথা সই‌তে না পে‌রে আত্তহত‌্যা ক‌রে‌ছে জিয়াউর রহমান ওরফে জিয়া পাগলা ( ৩৩) নামের এক যুবক।

রোববার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

সে বাঘা উপ‌জেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের কাচু প্রামানিকের ছেলে।

জানা যায়, জিয়া দীর্ঘদিন থেকে মাথার ব্যাথায় ভূগছিলেন। এই ব্যাথা সহ্য করতে না পেরে মা‌ঝে ম‌ধ্যেই সে অতিষ্ট হ‌য়ে পড়‌তো। বিভিন্নস্থানে চিকিৎসা করিয়েও তার মাথার ব্যাথা ভা‌লো হয়‌নি। ব‌্যাথার প্রক‌পে সে এলাকায় পাগলের মতো ঘুরাফেরা করতো। আজ সকা‌লে প‌রিবা‌রের স‌ঙ্গে খাবার খেয়ে কিছুক্ষণ পর সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ খবর পাবার পর রাজশাহী রেঞ্জ এএসপি ( চারঘাট-বাঘা, সা‌র্কেল) নুরে আলম ও বাঘা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ বিষয়ে ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউ‌ডি মামলা পূর্বক লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মতিহার বার্তা ডট কম: ০৮ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply