বিনোদন ডেক্স: পোষ্যকে নিয়ে বিভিন্ন মজার ঘটনা প্রায়ই নেট দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করে। কিছুদিন আগে খাবার খেয়ে নেওয়ায় ভাই কুকুরের কাছে দাদা কুকুরের ক্ষমা চাওয়ার ভিডিও ঝড় তুলেছিল।এর পরই নেটদুনিয়ায় এসেছে কালো রঙের একটি বিড়ালের কীর্তি। আর সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, খাটের উপরে রাখা একটি গিটারের উপরে উঠে নিজের পায়ে করে সেটি বাজাচ্ছে বিড়ালটি। আর গিটারের সেই সুর ঘুম ভাঙাচ্ছে তার পালকের। নিজের পোষ্যের কীর্তির এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন ওই ব্যক্তি নিজেই। লিখেছেন, ‘প্রতিদিন ঠিক ভোর সাড়ে ৪ টায় গিটার বাজিয়ে ডেকে দেয় আমায়।’
নিজের পোষা বিড়ালের এই কীর্তির কথা গত রবিবার টুইটারে আপলোড করেছিলেন তিনি। তারপরই ভাইরাল হয়েছে সেটি। ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষেরও বেশি লোক দেখে ফেলেছেন সেই ভিডিও। ৩৩ হাজারেরও বেশি রিটুইটের পাশাপাশি প্রায় ৯৪ হাজার লোক লাইক করেছে ওই ভিডিওটি।
মতিহার বার্তা ডট কম ০৫ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.