পাবনায় বিপুল পরিমাণ ভেজাল মাঠা জব্দ, আটক ১

পাবনায় বিপুল পরিমাণ ভেজাল মাঠা জব্দ, আটক ১

মতিহার বার্তা ডেস্ক : পাবনা শহরের অভিজাত বিপণী কেন্দ্র এ আর কর্নারের সামনে থেকে বৃহস্পতিবার (২৭জুন) রাতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে ভেজাল ও অবৈধ মাঠা কারখানার মালিক দুলাল ঘোষকে (৪০) গ্রেপ্তার করেছে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম জামিল আহমেদ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পাবনার সুজানগর উপজেলার চরদুলাই এলাকায় র‍্যাবের একটি ভ্রাম্যমাণ টিম অভিযানে যায়। সেখানে গিয়ে দেখা যায় ভেজাল ও অবৈধ পন্থায় কয়েকটি কারখানায় দই, ঘি, মাখন ও মাঠা তৈরি করা হচ্ছে। এ সময় অভিযান চালিয়ে কারখানায় কর্মরত কয়েকজনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ ভেজাল দই, ঘি, মাখন ও মাঠা জব্দ করে। কিন্তু কারখানার মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাব জানায়, এ ঘটনায় সুজানগর থানায় বিশেষ ক্ষমতা আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

মতিহার বার্তা ডট কম –  জুন, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply