দেশের স্বাস্থ্যসেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে অর্থনীতি

দেশের স্বাস্থ্যসেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে অর্থনীতি

মতিহার বার্তা ডেস্ক : এগিয়ে যাচ্ছে দেশ এবং এই উন্নয়নের ধারা বিস্তারিতভাবে তুলে ধরতে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার চলতি বাজেটে অর্থ বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। এ কারণে দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্য সেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে অর্থনীতি। শুক্রবার (৫জুলাই) বিকেল ৫টায় রংপুরের কাউনিয়ার হারাগাছ ৩১ শয্যা হাসপাতাল ৫০ শয্যায় উন্নতিকরণে চারতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের কোথাও যেন কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। সেজন্য সরকার উপজেলা পর্যায়ে প্রতিটি ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করছে। সেই সঙ্গে গ্রামের জনবহুল এলাকায় ২০ শয্যার হাসপাতাল নির্মাণ করছে। উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অত্যাধুনিক অপারেশন থিয়েটারসহ সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। যাতে গ্রামের অসুস্থ মানুষদের উন্নত চিকিৎসাসেবা নিতে জেলা শহরে যেতে না হয়।

মতিহার বার্তা ডট কম – ০৭ জুলাই, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply