শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
রুয়েট কর্মকর্তাকে সন্ত্রাসীদের হুমকি, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত, রামেকে ভর্তি, থানায় মামলা

রুয়েট কর্মকর্তাকে সন্ত্রাসীদের হুমকি, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত, রামেকে ভর্তি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রকৌশল শাখা’র এক কর্মকর্তাকে প্রাণ নামের হুমকি দিয়েছে বহিরাগত আসাদুল হক দুখ ও তার সঙ্গীরা।

অভিযোগ ও মামলার বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে রুয়েটের প্রিন্সিপাল ইনস্টুমেন্ট ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসিন আলীর অফিসে গিয়ে দুখু অশ্লিল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকী প্রদান করে। এ ঘটনায় গত বুধবার দুপুর ২টার দিকে রুয়েটের ওই কর্মকর্তার ছেলে রুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মোঃ তানভীর আহমেদ আবির বাদি হয়ে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে দুখু রুয়েটে গিয়ে আবারও ওই কর্মকর্তাকে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেয়। এ সময় তার ছেলে আবির ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে দুখুর সাথে আবিরের কথাকাটাকাটি হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আবির তার বাবাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রুয়েট বালিয়া পুকুর গেটে দুখু ও ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী মিলে কিল, ঘুসি হাতুড়ী ও লাঠি দ্বারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় তার বাবার চিৎকারে রুয়েটের শিক্ষার্থীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে শিক্ষাথীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ৫ নং ওয়ার্ডে ভর্তি করে। এ ঘটনায় আবিরের পিতা রুয়েটের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসিন আলী মতিহার থানায় একটি এজাহার দায়ের করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে রুয়েটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। অপরদিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে বলে রুয়েট সূত্রে জানা যায়।

জানতে চাইলে, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, থানায় দুপুরে অভিযোগ হয়েছে। রাত ৮টার দিকে এজাহার দিয়েছে রুয়েট কর্মকর্তা। ঘটনার তদন্তে একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতিহার বার্তা ডট কম  – ১৭ জানুয়ারি, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply