মতিহার বার্তা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী বাস স্ট্যান্ডে ভেজাল মিষ্টি সহ নিউ আদি মিষ্টান্ন ভান্ডারসহ চার প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১ অগাস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি সহকারী অফিসার তরিকুল ইসলামের নেতৃত্বে মুদি মনোহরী ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নিম্নমানের মিষ্টি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে নিউ মিষ্টি মুখকে ১০ হাজার, আদি মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার, ইউসুফ ষ্টোরকে ৪ হাজার, মোস্তফা এন্টার প্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, যারা খাদ্যে ভেজাল করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তবে তাদের এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মতিহার বার্তা ডট কম – ০৩ আগস্ট, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.