সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষা পদক পেলেন কবি মুকুল হোসেন

সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষা পদক পেলেন কবি মুকুল হোসেন

নিজস্ব প্রতিবেদক : সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি ও সমাজ সংস্কারে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করায় শিক্ষা পদক পেলেন রাজশাহী জেলার জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, দৈনিক রাজবার্তা পত্রিকার সাহিত্য সম্পাদক, বাংলাদেশ শিক্ষা সংবাদ রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মুকুল হোসেন।

গত শনিবার (৩ আগষ্ট) রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে তাকে শিক্ষা পদক ও সার্টিফিকেট দেয়া হয়।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কবি মুকুল হোসেনের হাতে শিক্ষা পদক ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জের মেয়র মোঃ রমজান আলী।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামীসহ শতশত গুণীজন ও দেশবরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে কবি মুকুল হোসেন এর ৪র্থ কাব্যগ্রন্থ “কবি ও নদী” বইটির ২য় বারের মতো মোড়ক উম্মোচিত হয়। প্রথম মোড়ক উম্মোচন হয়েছিল লক্ষীপুর মোড়ের রাজশাহী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।

কবি মুকুল হোসেন সাহিত্যে নিজের লেখাকে আলোকিত করতে চাই। সেই সাথে দেশের কল্যাণে নিজেকে অর্ন্তভুক্ত রাখতে পারে সেজন্য রাজশাহীসহ দেশবাসীর নিকট দোয়া কামনাও করেছেন কবি মুকুল হোসেন।                     

মতিহার বার্তা ডট কম ০৫ আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply