মতিহার বার্তা ডেস্ক : মাদকের বিরুদ্ধে দেশে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন হাসান, কামরুল ইসলাম, বেল্লাল হোসেন, ছানোয়ার হোসেন ও খায়রুন নেছা। রোববার (৪ অগাস্ট) দুপুরে রাজধানীর বংশাল থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোঃ. কাইয়ুমুজ্জামান খান রাতে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের অভিযানে নেতৃত্ব দেন সিপিসি (ক্রাইম প্রিভেনশান কোম্পানি)-২ এর কমান্ডার সৈয়দ ইমরান হোসেন। দুপুর ১টার দিকে এ অভিযানে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল, পাঁচটি মোবাইল ও ফেনসিডিল বিক্রির চার হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসায় জড়িত। নিয়মিত দেশের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রি করছিল তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মতিহার বার্তা ডট কম – ০৬ আগস্ট, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.