নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলার কাজিদের অংশ গ্রহণে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর কাজি নুরুল ইসলামে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ জন নিকাহ্ রেজিষ্ট্রারের প্রতিনিধিত্বের সমন্বয়ে রাজশাহী জেলা নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির ২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে কাজী মাওঃ আব্দুল জব্বার, ও সাধারণ সম্পাদক পদে কাজী আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে কাজী মঈন উদ্দীন এবং কোষাধ্যক্ষ কাজি শামসুল ইসলামকে নির্বাচিত করেন।
পরে উক্ত কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে নির্বাহী সভাপতি পদে কাজী ডঃ দুররুল হুদা, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম, সহসভাপতি কাজী মাওঃ মিকাঈল হোসেন, জনাব আলী, যুগ্ম সম্পাদক কাজী খায়বার হোসেন, সহ সেক্রেটারী কাজী মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রকাশনা সম্পাদক কাজী নাজমুল হোসেন, সহকারী অর্থ সম্পাদক কাজী মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক কাজী জহুরুল আলম, প্রচার সম্পাদক কাজী মোশাররফ হোসেন, সহকারী প্রচার সম্পাদক কাজী আশরাফ আলী, আইন বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার (এলএলবি), নির্বাহী সদস্য শ্রী মতি কৃষ্ণাদেবী, কাজী রফিকুল ইসলাম, কাজী মোশাররফ হোসেন, কাজী জহুরুল ইসলাম নির্বাচিত করা হয়।
এ সময় পাঁচজন সিনিয়র কাজীর সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
মতিহার বার্তা ডট কম – ২১ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.