তামান্না হাবিব নিশু: হিন্দি ছবির দর্শকরা জানেন বলিউড, ইমরান হাসমি ও চুমু এই তিনটি শব্দের মধ্যে জোরালো এক বন্ধন রয়েছে। কিন্তু ‘সিরিয়াল কিসার’ এবার চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন। ইমরান জানিয়ে দিয়েছেন, ১৭ বছর ধরে পর্দায় চুমুর পর চুমু খেয়ে তাঁর ঠোঁট পুলে গিয়েছে। সেই ইমেজ থেকে মরিয়া ইমরান। নতুন ছবি ‘চিট ইন্ডিয়া’র মুক্তির প্রাক্কালে এভাবেই সংবাদমাধ্যমের সামনে মনের কথা খুলে বললেন ইমরান।
ভুবনেশ্বরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, ‘‘আমি চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি সতেরো বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গিয়েছে।’’
তবে এই ‘ট্যাগ’ যে তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে তা মেনে নিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘‘এমনটা নয় ওই ইমেজের কারণে আমি লাভবান হইনি। আমার বহু ছবি হিট করেছে এই কারণেই। অভিনেতাদের সঙ্গে এমনটাই হয়। দর্শকরা লেবেল লাগাতে চায়।’’
একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যে কঠিন, তাও মেনে নিচ্ছেন ইমরান। সে জন্য ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে হবে বলে জানান তিনি।
মতিহার বার্তা ডট কম – ১১ জানুয়ারি, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.