যৌন হেনস্তার অভিযোগে ভাঙছে সাজিদের

যৌন হেনস্তার অভিযোগে ভাঙছে সাজিদের

তামান্না হাবিব নিশু: সাজিদ খানের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ আসতেই বন্ধ হয়ে গিয়েছে ‘হাউজফুল ফোর’র শ্যুটিং ৷ ছবিটি থেকে ব্যাক আউট করেছেন অক্ষয় কুমার সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ৷

এমনকি ছবিতে একটি চরিত্রে ছিলেন নানা পাটেকারও ৷ তাঁর বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ আনতেই নানা পাটেকরাও এই ছবি থেকে সরে দাঁড়ান ৷ ছবি বন্ধ হয়ে যেতেই ভেঙে পড়েছিলেন সাজিদের বোন ফারাহ ৷

ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছাডা়ও আরও এক ভাইয়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরা নিয়ে মানসিক অবসাদে ভুগছেন ফারাহ৷ জানা গিয়েছে, সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আসতেই ফারহানের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে ফারহার ৷

সাজিদ খানকে ফিল্ম সংস্থা থেকে এক বছরের জন্য ব্যান করার পর প্রযোজকের পরিবারের সকলেই ভেঙে পড়েছিলেন ৷ সেই সময় নাকি তাঁদের পাশে এসে দাঁড়াননি ফারহান ৷ বরং নিজের দ্বিতীয় বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ৷

ফারহা খানের পরিবারের সদস্য এ কথা দাবি করেছেন ৷ সে এও বলেছে, “ফারহান এবং শিবানীর বিয়েতে ফারহা খান কোনও মতেই যাবে না ৷ বিপদের সময় ফারহান পাশে না থেকে বুঝিয়ে দিয়েছে যে তাঁর বিয়েতে ফারহা কিংবা সাজিদ না থাকলেও চলবে ৷

মতিহার বার্তা ডট কম  ২৬ জানুয়ারী ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply