দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ । আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের সেতাবুর রহমানের ছেলে দুলাল হোসেন(২৫) ও একই গ্রামের শাহজাহান আলীর ছেলে আশরাফুল ইসলাম(২০)।
গতকাল শনিবার ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা মোহনগঞ্জ বাজারে তাদেরকে আটক করে। জেলা ডিবির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আতিকুর রহমান আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলা থেকে আশা দুই মাদক কারবারিকে লক্ষ করে পিছু নেওয়া হয়। তাদের পিছু নিয়ে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মোহনগঞ্জ বাজারে তাদের আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে তাদের মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সিটের ভেতর হতে একশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে দুর্গাপুর থানায় হাজির করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান,জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম: ২৮ নভেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.