চন্দ্রিমা থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে পালন

চন্দ্রিমা থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে পালন

চন্দ্রিমা থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে পালন
চন্দ্রিমা থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে পালন

এসএম বিশাল: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উদ্যোগে প্রথমবারের মতো জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতীয় দিবস হিসেবে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার বিকেল ৩টায় থানা প্রাঙ্গণে আমের বাগানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জামে সমজিদের ঈমাম। এরপর একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত উপভোগ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

এরপর আনুষ্ঠানিক ভাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. সাইফুদ্দিন (ডিসি লজেস্টিক) আরএমপি। বড় পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

দিবসটি উপলক্ষে প্রায় ৩ শাতাধিক সাধারন মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরন করেন চন্দ্রিমা থানা পুলিশ।

সভায় প্রধান অতিথি মো. সাইফুদ্দিন (ডিসি লজেস্টিক) বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশে এই প্রথম জাতীয় ভাবে পালিত হচ্ছে। রেসক্রোর্স ময়দানে ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

যা পরবর্তীতে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করা হয়েছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হক সুমন, ওয়ার্ড  আওয়ামী লীগ নেতা মখলেসুর রহমান মিলন, কামরুজ্জামান, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুম মনির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) মো. মঈনুল বাশার, সেকেন্ড অফিসার বজ্রগোপাল, এসআই পলাশ, জাহিদ, ফারুক, রবিউল, এএসআই রেজওয়ান, মামুন, সবুর, তসলিম ও মামুনসহ চন্দ্রিমা থানার নারী ও পূরুষ কন্সটেবলবৃন্দ।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply