আরএমপি পুলিশ কমিশনারের সাথে আরআরইউ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সাথে আরআরইউ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সাথে আরআরইউ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি পুলিশ কমিশনারের সাথে আরআরইউ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) একটি প্রতিনিধিদলের স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে আরএমপি কমিশনারের কার্যালয়ে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিতছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগ্নী নীরো, সিনিয়রসহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক ইফতেখার আলম বিশাল, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদমোস্তফা শিমুল ও নির্বাহী সদস্য ফয়সাল।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বলেছেন, রাজশাহী নগরীকে চুরি, ছিনতাই, মাদকমুক্ত করা হবে। এ নগরীতে যে সকল মাদক ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে সেগুলোচিহ্নিত করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত সাংবাদিক পরিচয়দানকারী বা প্রভাবশালী যেই হোকনা কেন? কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন এক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করেসাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতার করার আহবান জানান তিনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply