মুক্তিযোদ্ধা ইমদাদের স্ত্রীর মৃত্যুতে জাসদের শোক

মুক্তিযোদ্ধা ইমদাদের স্ত্রীর মৃত্যুতে জাসদের শোক

মুক্তিযোদ্ধা ইমদাদের স্ত্রীর মৃত্যুতে জাসদের শোক
মুক্তিযোদ্ধা ইমদাদের স্ত্রীর মৃত্যুতে জাসদের শোক

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধকালীন ৭ নং সেক্টরের ৪ নং সাব সেক্টরের চীফ মেডিকেল অফিসার বীরমুক্তিযোদ্ধা ডা: মো: ইমদাদুল হক এর স্ত্রী তাহমিনা ইসলাম’র (৭৮) মৃত্যুতে জাসদ মহানগর কমিটি গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাঁর মৃত্যুতে জাসদ রাজশাহী মহানগর কমিটির পক্ষে সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু এক শোক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

তাহমিনা ইসলাম আজ সকাল ৭-৩০ এ রাজশাহীস্থ তালাইমারি নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি… রাজিউন)। তাঁর জানাজা নামাজ দুপুর ২ টায় টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁকে টিকাপাড়া গোস্থানে সমাহিত করা হয়। এ সময় মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর আওয়ামীলীগের স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা: এএফএম জাহিদ, ঔষধ ব্যবসায়ী সমিতির নেতা (সিআইপি) আলহাজ্ব জিয়াউল হক বুলু ও রাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাহমিনা ইসলাম রাজশাহী মেডিকেল কলেজে তৃতীয়বর্ষের ছাত্রী থাকাকালে ডা: ইমদাদের সাথে পরিনয়ে আবদ্ধ হন। তিনি ছিলেন রাজশাহী আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সামসুল হকের ভাগনি। বাসুদেবপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের ছোট মেয়ে, প্রফেসর হায়দার আলীর নাতনী ও জাসদ মহানগর কমিটির সহ-সভাপতি সাহরিয়ার রহমান সন্দেশ এর শাশুড়ি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply