প্রায় দুই বছর পর চালু হলো রামেকের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স

প্রায় দুই বছর পর চালু হলো রামেকের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স

প্রায় দুই বছর পর চালু হলো রামেকের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স
প্রায় দুই বছর পর চালু হলো রামেকের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রায় দুই বছর ধরে পড়ে থাকা আইসিইউ সুবিধা সংবলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি চালু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতাল থেকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

রামেক সূত্র জানায়, এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সটিতে দক্ষ কোনো টেনিশিয়ান বা কর্মী নেই। তবে কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে দক্ষ জনবল চেয়ে ঢাকায় চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির এখনো উত্তর না মেলায় কেউ অ্যাম্বুলেন্সের দায়িত্ব পায়নি।

বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বুধবার নওগাঁর এক বাসিন্দা হৃদরোগ নিয়ে রামেকে ভর্তি হন। তিনি ঢাকা স্পেশাল ব্র্যাঞ্চে (ডিএসবি) চাকরি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় বেলা ১২টার দিকে বিশেষ সুবিধা সম্পন্ন কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াউ-ভ্যাসকুলার ডিজিজ হসপিটালে ভর্তি করা হবে।

তিনি আরও বলেন, ‘রোগী বহনকারী এই অ্যাম্বুলেন্সটিতে দুজন ডাক্তার ও একজন প্রশিক্ষণ প্রাপ্ত ব্রাদারের তত্ত্ববধায়নে রাজশাহী ছেড়েছে। আপাতত স্বপ্রণোদিত হয়েই অ্যাম্বুলেন্সটি চালু করা হলো।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply