রামেকের করোনায় আরও ৬ জনের মৃত্যু

রামেকের করোনায় আরও ৬ জনের মৃত্যু

রামেকে করোনায় আরও ৬ জনের মৃত্যু
রামেকে করোনায় আরও ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে দুইজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এর আগের ২জনের মৃত্যু হয়েছিলো।

বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা চারজন ও পুরুষ দুইজন রয়েছেন। তাদের বয়স ১১ থেকে ৬১ মধ্যে।

রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৫৫জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬৬জন ও করোনা নেগেটিভ ৩২জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১০ দশমিক ৬৭ শতাংশ।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply