রাজশাহীতে চাচাকে হত্যার মামলায় ভাতিজা গ্রেফতার

রাজশাহীতে চাচাকে হত্যার মামলায় ভাতিজা গ্রেফতার

রাজশাহীতে চাচাকে হত্যার মামলায় ভাতিজা গ্রেফতার
রাজশাহীতে চাচাকে হত্যার মামলায় ভাতিজা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চাচাকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি ওয়াকিল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ওয়াকিল তাঁর চাচা মতিউর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

আসামি ওয়াকিল রাজশাহীর চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। গত ১৩ আগস্ট চাচাকে কুপিয়ে হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল রাজশাহীর কর্ণহার থানার বিলধরমপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ আগস্ট পশ্চিম ভাটপাড়া গ্রামের মতিউরকে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে মতিউরের ভাই-ভাতিজাসহ ১৪ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়।

র‌্যাব আরও জানায়, ঘটনার পর থেকে ওয়াকিল পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাঁকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply