পুঠিয়ায় নকল প্রসাধনী কারখানায় মেবাইল কোর্ট, ৫৫ হাজার টকো জরিমানা আদায়

পুঠিয়ায় নকল প্রসাধনী কারখানায় মেবাইল কোর্ট, ৫৫ হাজার টকো জরিমানা আদায়

পুঠিয়ায় নকল প্রসাধনী কারখানায় মেবাইল কোর্ট, ৫৫ হাজার টকো জরিমানা আদায়
পুঠিয়ায় নকল প্রসাধনী কারখানায় মেবাইল কোর্ট, ৫৫ হাজার টকো জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় নকল প্রসাধনী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তিন প্রতারককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় পুঠিয়া থানাধীন পালোপাড়া এলাকায় এ অভিযান করা হয়।

র‌্যাবের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। আজ সন্ধার দিকে র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, অভিযান পরিচালনার সময় বিভিন্ন কোম্পানীর নাম এবং স্টিকারযুক্ত কাগজের তৈরী খালি কৌটা, বিপুল পরিমান হারবাল স্কিন ক্রীম এবং বিভিন্ন নামীয় নকল ক্রীম তৈরীর জন্য বিভিন্ন প্রকারের কেমিক্যাল সর্বমোট-৪৮ কেজি ও প্লাস্টিকের গুড়া ১৭০ কেজি জব্দ করা হয়।

রাজশাহী জেলা পুঠিয়া থানাধীন পালোপাড়া গ্রামের মৃত হাসমত মোল্লার ছেলে মোঃ মহিউদ্দিন কাজল (৪২)কে ৫০ হাজার টাকা, একই থানাধীন কৃষ্ণপুর গ্রামের সৈয়দ হাসান আলীর ছেলে সৈয়দ হাফিজুল আলী (২৩)কে ৩ হাজার টাকা ও মৃত জালিল শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৩০) কে২ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানাধীন পালোপাড়া এলাকায় উপরোক্ত অর্থদন্ড প্রাপ্ত আসামীগন দীর্ঘদিন যাবত বিভিন্ন হারবাল স্কিন ক্রীম ও বিভিন্ন নকল ক্রীম তৈরী করে এবং বিভিন্ন কোম্পানীর ভূয়া সীল ও স্টীকার লাগানোর মাধ্যমের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ জনসাধারণের নিকটে বিক্রি করে।

উক্ত আসামীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১, ৪৩ এবং ৫৩ ধারায় দোষী সব্যস্ত করে তিনজনকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply