রাজশাহীতে চিকিৎসার নামে নৈরাজ্য

রাজশাহীতে চিকিৎসার নামে নৈরাজ্য

রাজশাহীতে চিকিৎসার নামে নৈরাজ্য
রাজশাহীতে চিকিৎসার নামে নৈরাজ্য

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সংলগ্ন গজিয়ে উঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে নৈরাজ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী, সেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ সময় তারা চিকিৎসাসেবার নামে চিকিৎসকদের নানা অপকর্মের কথাও তুলে ধরেন।

বক্তারা বলেন, চিকিৎসাসেবা নিতে এসে মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসকদের বর্ধিত ফি নিয়েও অসহায় হয়ে পড়ছেন। বেসরকারি ক্লিনিক, প্যাথলজিতে চিকিৎসকরা অতিরিক্ত ফি আদায় করছেন।

বক্তারা আরও বলেন, রামেক হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি দায়িত্বরত আনসাররাও এখন বেপরোয়া হয়ে উঠেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। কখনো কখনো শারীরিকভাবেও তাদের লাঞ্চিত করা হচ্ছে। এতে রামেক হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান।

আরও বক্তব্য দেন, সংগঠনের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, আইনজীবী এন্তাজুল হক বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহীর নেত্রী সেলিনা বেগম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বজলুর রহমান, প্রকৌশলী খাজা তারেক, যুবনেতা কে এম জুয়ায়েদ হোসেন জিতু, সমাজসেবক গোলাম নবী রনি, পরিবেশবিদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোজাম্মেল হক প্রমুখ।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply