শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
প্রশ্নবিদ্ধ বিএনপির গণঅনশন

প্রশ্নবিদ্ধ বিএনপির গণঅনশন

মতিহার বার্তা ডেস্ক : ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর এক প্রকার ঝিমিয়ে পড়েছে বিএনপির রাজনীতি। দলীয় মতবিরোধ ও নেতৃত্বে আস্থাহীনতার কারণে বলার মতো কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে না বিএনপি। বিএনপির রাজনৈতিক কর্মসূচি রুটিনমাফিক কিছু বিচ্ছিন্ন সংবাদ সম্মেলন, বিভিন্ন সভা সমাবেশে আর প্রতীকী আন্দোলন কর্মসূচিতেই সীমাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল দলটির কেন্দ্রীয় নেতৃত্বের একটি বড় অংশ ৬ ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। বিএনপির এই প্রতীকী অনশন নিয়ে নানা রকম ক্ষোভ ও আলোচনা সমালোচনা চলছে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে।

খালেদার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ৭ এপ্রিল, রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅনশন শুরু করে বিএনপি। এরপর বিকেলে ৪টা ৩৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বিএনপি নেতাকর্মীদের পানি পান করিয়ে তাদের অনশন ভঙ্গ করান।

বিএনপির এই প্রতীকী গণঅনশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন গণঅনশনে অংশ নেওয়া খোদ বিএনপি ও ঐক্যফ্রন্টের একাধিক নেতা। তাদের মতে এরকম গণঅনশন করে কোনো লাভ হবে না। এরকম হাস্যকর কর্মসূচির মাধ্যমে দিন দিন বিএনপি দেশের মানুষের কাছে উপহাসে পরিণত হতে চলেছে।

অনশনে অংশ নেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “আপনারা এমনি হলের ভেতর আগামী একশ বছর গণঅনশনই বলুন আর আমরণ অনশনই বলুন, এসব করে শেখ হাসিনাকে নড়াতে পারবেন না। শেখ হাসিনাকে নড়াতে হলে রাজপথে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। এরকম প্রতীকী কর্মসূচির কারণে ধীরে ধীরে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল হারিয়ে যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে গণঅনশনের নামে গণতামাশার পরিবর্তে গণআন্দোলন কর্মসূচি প্রত্যাশা করে। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে অবিলম্বে গণআন্দোলন কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করতে হবে।”

পাশাপাশি বিএনপির মূল দাবি খালেদা জিয়ার প্যারোলে মুক্তিরও বিরোধিতা করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “প্যারোলে মুক্তি হবে বেগম জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু। সেজন্য আপনাদের আমি বলব, আপনাদের সাথে সংহতি প্রকাশের জন্য নয়, আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে শুধু খালেদা জিয়ার মুক্তি নয়, গণতন্ত্রের মুক্তি, মানুষের মুক্তি এদেশের স্বাধীনতার মুক্তির জন্য আমি এখানে এসেছি।”

এদিকে ৬ ঘন্টার এই প্রতীকী অনশন নিয়েই দ্বিধাবিভক্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতাদের বড় একটি অংশ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনশন করলেও তাতে যোগ দেননি রিজভী। বরাবরের মতোই রিজভী তার পক্ষের কিছু সিনিয়র নেতাকর্মী নিয়ে পল্টনে দলটির দলীয় কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেছে। সূত্র: ভয়েস অব বিডি লাইভ

মতিহার বার্তা ডট কম ০৯ এপ্রিল ২০১৯

                        

খবরটি শেয়ার করুন..

Leave a Reply