হাতিয়ায় ট্রলারডুবি, ৩ জেলের মরদেহ উদ্ধার

হাতিয়ায় ট্রলারডুবি, ৩ জেলের মরদেহ উদ্ধার

হাতিয়ায় ট্রলারডুবি, ৩ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

অনলাইন ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণে দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, কোস্টগার্ডের একটি টিম ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে। তারা ঘটনাস্থলে রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় জেলারা জানায়, ১৬ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরি আবহাওয়ায় নেছার মাঝির ফিশিং বোটটি ডুবে যায়। পরে পাশের ট্রলার, নৌ-পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিতসহ তিনজনের মরদেহ উদ্ধার করে তারা। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিক নিহত ও নিখোঁজ জেলের পরিচয় জানা যায়নি।

 

মতিহার বার্তা /এএম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply